কিউইদের লক্ষ্য যতটা সম্ভব রান এগিয়ে নেওয়া
বাংলাদেশের জন্য ঢাকা টেস্টের শুরুটা হয়েছে বেশ হতাশাজনক। নিউজিল্যান্ড স্পিনারদের সামনে আজ বুধবার (৬ ডিসেম্বর) দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। অলআউট হয় ১৭২ রানে। কিন্তু, এই রানও এখন কিউইদের সামনে বিশাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসের শেষ সেশনে বাংলাদেশি বোলারদের স্পিন বিষে নীল হয়েছে নিউজিল্যান্ড। ৫৫ রানে হারিয়েছে পাঁচ উইকেট।
এখনও পিছিয়ে আছে ১১৭ রানে। সেই রান টপকে তবেই লিড নেওয়ার চিন্তা। ইনিংসের পরিস্থিতি বিবেচনায় যা ভীষণ চ্যালেঞ্জিং। দিন শেষে সংবাদ সম্মেলনে কিউইদের প্রতিনিধি হয়ে আসা মিচেল স্যান্টনারও জানিয়েছেন একই কথা। কোনো একটা জুটি যদি অন্তত ৩০ রান করতে পারত, তাহলে হয়তো পরিস্থিতি এমন হতো না বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে কিউই স্পিনার স্যান্টনার বলেন, ‘আমরা জানি, এটি খুব চ্যালেঞ্জিং। ড্রেসিংরুমে আলোচনা হয়েছে এ নিয়ে। ৭০/৮০ বাদ দিলাম, অন্তত ৩০ রানের ছোট একটা জুটি দাঁড়ালেও এমনটা হতো না। এখন আমাদের লক্ষ্য আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যতটা সম্ভব রান তোলা যায়। টিকে থাকতে পারলে বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়াটা অসম্ভব নয়।’
ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘আগে থেকে তো টেস্ট ম্যাচে কিছু চিন্তা করা যায় না। টেস্টে যেভাবে খেলা শুরু হয়, আমাদের চিন্তা থাকে সেশন বাই সেশন। প্রথম সেশনে কেমন করব, পরের সেশনে কেমন। কিন্তু, খেলার পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু হয়ে যায়। অনেক কিছু তখন নতুন করে করতে হয়। আমাদের ব্যাটাররাও অনেক স্ট্রাগল করেছে ব্যাট হাতে। আমাদের জন্য রান করা অনেক কষ্ট হয়েছে। আমরা ভালো জায়গায় বল ফেলতে পারলে তাদের জন্যও রান করা কঠিন হবে।’
প্রথম দিন ব্যাট হাতে রীতিমতো ভুগেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে এখনও পিছিয়ে আছে ১১৭ রানে। স্বীকৃত ব্যাটার হিসেবে সফরকারীদের ভরসা হয়ে ক্রিজে আছেন ডেরিল মিচেল। তাকে সঙ্গ দিচ্ছেন গ্লেন ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৬৬. ২ ওভারে ১৭২/১০। (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩* , তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, প্যাটেল ১৭-৭-৫৪-২, স্যান্টনার ২৬-৭-৫৬-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ১২.৪ ওভারে ৫৫/৫*। (লাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, টম ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)