উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। কিন্তু তাদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ফিরতি ওয়ানডে সিরিজের জন্য খর্ব শক্তির দল ঘোষণা করেছে কিউইরা। যে দলে নেই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ও টিম সাউদির মতো তারকারা।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সিরিজে বিশ্বকাপের বেশিরভাগ সিনিয়র ও নিয়মিত সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। তালিকায় আছেন কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। মূলত, ব্যস্ত সূচির কথা ভেবে সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়ানডে দলে রয়েছে তিন নতুন মুখ। ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী লেগ স্পিনার আদি অশোক। তাদের মধ্যে অশোকের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। বাকিরা এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
চোটের কারণে বিবেচনা করা হয়নি মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমি নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলিকে। নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ নেলসন ও নেপিয়ারে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল :
টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ শোধি ও উইল ইয়াং।