সিরিজ জিততে বাংলাদেশের চাই চার উইকেট
ব্যাটিং ব্যর্থতার পরেও বাংলাদেশের আশার বাতিঘর হয়ে ছিলেন বোলাররা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিশেহারা নিউজিল্যান্ড। ঢাকা টেস্টের চতুর্থ দিনে আজ শনিবার (৯ ডিসেম্বর) দ্বিতীয় সেশনে ব্যাট করছে নিউজিল্যান্ড। ৬৯ রানে ছয় উইকেটে হারানো দলটি এখন অনেকটাই খাদের কিনারে। প্রতিপক্ষ টপঅর্ডারকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশি বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়েছেন।
অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন তিনি। পাঁচ রানে কিউইরা হারায় কনওয়েকে। দলীয় ২৪ রানে কেইন উইলিয়ামসনকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। ১১ রান করে তাইজুলের বলে স্ট্যাম্পড হন উইলিয়ামসন।
সতর্ক কিউইরা দেখেশুনে খেলে এরপর। বেশিক্ষণ অবশ্য সেই প্রতিরোধ টেকেনি। হেনরি নিকোলসকে (৩) লেগ বিফোর করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ রানে তিন উইকেট হারানো কিউইদের হাল ধরার চেষ্টা করেন টম লাথাম ও ডেরিল মিচেল। লাথামকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। লাথামের ব্যাট থেকে আসে ২৬ রান।
চতুর্থ উইকেটের পুনরাবৃত্তিই ঘটে ষষ্ঠ উইকেটেও। এবারও স্লিপে শান্তর ক্যাচ, মিরাজের বলে। এবার শিকার ১৯ রান করা মিচেল। মাঝে পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল। টম ব্লান্ডেলকে সোহানের ক্যাচ বানিয়ে ফেরান ক্রিজে থিতু হওয়ার আগেই।
ছয় উইকেট হারিয়ে কিউইরা খেলছে আগ্রাসী ঢংয়ে। আর বাংলাদেশি বোলাররা অপেক্ষায় তাদের ভুলের। ম্যাচ ও সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশের চাই চার উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৬.২ ওভারে ১৭২/১০।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩৭.১ ওভারে ১৮০/১০।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৫ ওভারে ১৪৪/১০। (জাকির ৫৯, জয় ২, শান্ত ১৫, মমিনুল ১০, মুশফিক ৯, দিপু ৪, মিরাজ ৩, সোহান ০, নাঈম ৯, তাইজুল ১৪*, শরিফুল ৮; প্যাটেল ১৮-১-৫৭-৬, স্যান্টনার ১১-০-৫১-৩, সাউদি ৬-১-২৫-১)