বিজয় দিবস বক্সিং শোডাউন টুর্নামেন্ট ১৮ ডিসেম্বর
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি "বিজয় দিবস বক্সিং শোডাউন" টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিওএ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চতুর্থ কনভেনশনে এ তথ্য জানান, সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এসময় তিনি জানান, আগামী মে মাসে বক্সিংয়ের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং লিগ-বিবিএল আয়োজন করবে।
এসময় বিপিবিএসের সহ-সভাপতি মোহাম্মদ আলীমুল্লাহ খোকন, আনিসুজ্জামান এবং সোসাইটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন বছরের কঠিন যাত্রায় বিপিবিএস ৩৩টি ইভেন্ট আয়োজন করে দেশে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।