ক্যারিয়ারে এমন বাজে উইকেট দেখেননি সাউদি
বৃষ্টি আর আলোকস্বল্পতা না থাকলে দুদিনেই শেষ হয়ে যেতে পারত ঢাকা টেস্ট। অতিমাত্রায় স্পিন নির্ভর উইকেট বানিয়ে ফের বিপদে পড়ল বাংলাদেশ। জেতা টেস্টেই কি না হারতে হলো নাজমুল শান্তর দলকে। অবশ্য ম্যাচ জিতলেও মিরপুরের পিচ নিয়ে অসন্তুষ্ট কিউই অধিনায়ক টিম সাউদি।
টেস্ট চারদিনে গড়ালেও মিরপুরে খেলা হয়েছে ১৭৮.১ ওভার, অর্থাৎ দুই দিনেরও কম। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে সিরিজ সমতায় শেষ করেছে সফরকারীরা। মোট ১০৬৯ বলের খেলা হয়েছে মিরপুর টেস্টে। আর তাতেই এ ম্যাচ জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। টেস্ট ক্রিকেটে গত ১০০ বছরের ইতিহাসে ন্যূনতম ৩৬ উইকেট পড়েছে, এমন ম্যাচগুলোর মধ্যে বলের হিসাবে এই ম্যাচ তৃতীয় সংক্ষিপ্ততম।
এমন পরিসংখ্যানে অসন্তুষ্ট কিউই অধিনায়ক সাউদি। আজ শনিবার (৯ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাউদি বলেন, ‘হয়তো আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্যের যে ব্যাপারটা, সেখানে বোলারদের পক্ষেই পাল্লা ভারী ছিল। পুরো ম্যাচে খেলা হয়েছে ১৭০ ওভারের মতো, এতেই বিষয়টি পরিষ্কার হয়। সেদিক থেকে আমাদের জন্য এই জয়টা তৃপ্তির।’
সাউদি আরও বলেন, ‘অবশ্যই উইকেট কঠিন ছিল। রান করা খুবই কঠিন ছিল। ওই ছোট ছোট জুটিগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কন্ডিশনে ভারসাম্য থাকলে ওই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো চোখে পড়ে না। আমাদের এখানে লড়াই করা, টিকে থাকাটা বেশ সন্তোষজনক ছিল।’
মিরপুর টেস্টের চার ইনিংস মিলিয়ে মোট ১৭৮.১ ওভার খেলা হয়েছে। ১৭৮.১ ওভার মানে মোট ১০৬৯ বলের খেলা হয়েছে মিরপুর টেস্টে। টেস্ট ক্রিকেটে গত ১০০ বছরের ইতিহাসে ন্যূনতম ৩৬ উইকেট পড়েছে, এমন ম্যাচগুলোর মধ্যে বলের হিসাবে এই ম্যাচ তৃতীয় সংক্ষিপ্ততম। ৩৬ উইকেটের মধ্যে মাত্র ৫টি উইকেট পেয়েছেন পেসাররা।