বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ায় নাখোশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে হালকাভাবে নিলেও ওয়ানডে ফরম্যাটে বেশ সতর্ক প্রোটিয়ারা। তাইতো ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ওয়ানডে দল ঘোষণা করে বোর্ড। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে পেসার আয়াবোনগা খাকা, অলরাউন্ডার মারিজানে ক্যাপ এবং নাডিনে ডি ক্লার্ককে। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী এলিজ ম্যারি মারক্স এবং মিয়েকো ডি রিডার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, লন্ডনের বাফেলো পার্কে। ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমের জিবি মার্কস ওভালে হবে দ্বিতীয় ওয়ানডে। আর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বেনোনির উইলমুর পার্কে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১-এ সমতায়।
দক্ষিণ আফ্রিকা নারী দল : লরা উলভার্ট, অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, নাডিনে ডি ক্লার্ক, মিয়েকো ডি রিডার, লারা গুডাল, সিনালো জাফতা, মারিজানে ক্যাপ, আয়াবোনগা খাকা, মাসাবাটা ক্লাস, সানে লুস, এলিজ ম্যারি মারক্স , ননকুলুলেকো ম্লাবা, টুমি সেখমি, ডেলমি টাকার