বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু, বৃষ্টির কারণে ভেস্তে গেল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমিড স্টেডিয়ামে বৃষ্টির ফলে মাঠে গড়ায়নি একটি বলও। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়েছে টি-টোয়েন্টি সিরিজে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে তাই আফ্রিকা সফরে যায় ভারতীয় দল। বিশেষ করে, তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি দলকে নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে, বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারল না প্রথম ম্যাচ।
তিন ম্যাচ সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে আগামী ১২ ও ১৪ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর, জোহানেসবার্গে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে টেস্ট’ দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। শেষ টেস্ট ২০২৪ এর ৩ জানুয়ারি শুরু হবে।