দ্বিতীয় বহরে নিউজিল্যান্ড গেলেন শান্ত-মিরাজরা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে, একসঙ্গে তাসমান সাগরপাড়ের দেশে পাড়ি জমাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। দুই ধাপে নিউজিল্যান্ড গেছেন খেলোয়াড় ও কর্মকর্তারা।
প্রথম বহরে গত ৯ ডিসেম্বর রাতে ঢাকা ছাড়েন ১৪ জন। ১১ ক্রিকেটারের সঙ্গে সেই যাত্রায় ছিলেন তিনজন কোচিং স্টাফ। দ্বিতীয় বহরে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কিউইদের মাটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।