ফের আইসিসির ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের পিচ
মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে হোম অব ক্রিকেটের এই উইকেটকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ম্যাচ অফিশিয়ালদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এবং দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর আইসিসির কাছে নিজের প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তাতে আউটফিল্ড বেশ ভালো থাকলেও পিচ ঠিকঠাক প্রস্তুত ছিল না বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর মিরপুরের পিচ ‘গড়পড়তার নিচে’ বলে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেবার ৩৮টি উইকেটের মধ্যে ৩০টিই নিয়েছিলেন স্পিনাররা। ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপিল করলেও সে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল। এবারও আইসিসির দেওয়া সিদ্ধান্তের বিপক্ষে আপিল করতে চাইলে সেটি ১৪ দিনের মধ্যে করতে হবে বিসিবিকে।
ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে পাঁচ বছর পর্যন্ত। যদি কোনো ভেন্যু এই সময়ের মধ্যে ছয়টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তবে এক বছর সে ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞায় পড়বে। যদি এই সময়ের মধ্যে দ্বিগুণ অর্থাৎ ১২টি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, তবে দুই বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।
মিরপুর টেস্টের উইকেট প্রথম দিন থেকেই স্পিনারদের জন্য ছিল স্বর্গরাজ্য। বেশ টার্ন ছিল, বাউন্স ছিল অসমান। প্রথম দিনেই উইকেট পড়ে ১৫টি। এর আগে এই ভেন্যুতে কখনোই প্রথম দিনে এত উইকেটের পতন হয়নি। সবমিলিয়ে খেলা হয়েছে ১৭৮.১ ওভার। মূলত, বৃষ্টির কারণে চতুর্থ দিনে গড়িয়েছে ম্যাচটি। দৈর্ঘ্য অনুযায়ী এটাই বাংলাদেশে সবচেয়ে স্বল্প সময়ের ম্যাচ।