বিয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মেসি
বিশ্ব জুড়ে লিওনেল মেসির জনপ্রিয়তা তুঙ্গে। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তার ভক্তের অন্ত নেই। বিজ্ঞাপনের বাজারেও আর্জেন্টাইন তারকার চাহিদা আকাশচুম্বী। অ্যাডিডাস, অ্যাপলের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্যের দুতিয়ালি করতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই তারকাকে। এবার একটি জনপ্রিয় বিয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ৩৬ বছর বয়সী এই তারকা।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, ২০২০ সাল থেকে মিশেলব আল্ট্রা নামের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ মেসি। এবার সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন পথচলা শুরু করলেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন মেসি। আসন্ন কোপা আমেরিকায় অফিসিয়াল বিয়ার স্পন্সর হিসেবে থাকবে ওই ব্র্যান্ডটি। সামাজিক মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে, লিও মেসি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন! আমাদের অফিসিয়াল ক্রীড়াবিদ হিসেবে তিনি মাঠে নামবেন, সেটি দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না!’
যুক্তরাষ্ট্রের বাজারে ২০২১ সালের দিকে এই কোম্পানির জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে শীর্ষ বিয়ার কোম্পানির মধ্যে তারা রয়েছে। আমেরিকার পাশাপাশি তুরস্কেও বেশ জনপ্রিয় মিশেলব আল্ট্রা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম বিয়ার ব্র্যান্ড হিসেবে রয়েছে তারা।