ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে খাজাকে আইসিসির বাধা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে পার্থ টেস্টে একটি বিশেষ বার্তা সম্বলিত জুতা পরতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। তবে আইসিসির বাধায় সেটা করতে পারছেন না তিনি। অনুশীলনে পরলেও মূল ম্যাচের দিন তিনি একই জুতা পরে মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’; ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এমন স্লোগানসংবলিত জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। খাজাকে ফিলিস্তিনের প্রতি সমর্থন সূচক বার্তা সংবলিত জুতা পরতে না দেয়ার বিষয়ে কথা বলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) ম্যাচপূববর্তী সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের দলের শক্তিশালী দিক যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। খাজার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি। আমি মনে করি না, তার এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তার পাশে আছি।’
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে, ‘আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি। তবে আইসিসির নিয়ম আছে, যেখানে ব্যক্তিগত বার্তা প্রকাশকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, যেটা খেলোয়াড়েরা মেনে চলবে।’
আইসিসির নিয়মানুযায়ী, সংস্থাটির অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার বা ম্যাচের দায়িত্বরত কর্মকর্তা কোনো ধরনের বার্তাসংবলিত পোশাক, খেলার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। এদিকে বছর দশেক আগে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে আইসিসির একই রকম বাধার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। সেসময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অনুমতি দিলেও আইসিসির অনুমতি পাননি মঈন।
পার্থ স্টেডিয়ামে আগামীকাল মুখেমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। ৩ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে সিডনিতে। অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৯ সাল থেকে নিজেদের সবশেষ ১৪ টেস্টে টানা হেরেছে পাকিস্তান।