নিউজিল্যান্ডে এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বছরের শেষ অ্যাসাইনমেন্টে নামার আগে বেশ আত্নবিশ্বাসী বাংলাদেশ দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে লিটন-সৌম্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অতীত পরিসংখ্যান খুব একটা আশাব্যাঞ্জক না হলেও কিউইদের মাটিতে এবার সিরিজ জয়ে চোখ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ডানেডিনে ট্রফি উন্মোচন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং টম লাথাম। স্থানীয় রেল স্টেশনে এই ট্রফি উন্মোচিত করা হয়। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন সিরিজে নিজেদের লক্ষ্যের কথা।
২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টকে অনুপ্রেরণার বড় উৎস হিসেবে দেখছেন শান্ত, ‘আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে। আমরা বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।’
তিনি আরও যোগ করেন,‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে। ছেলেরা প্রস্তুতি ম্যাচে খুব ভালো খেলেছে। উইকেটটা ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। সবাই এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের আঙিনায় ভিন্ন সংস্করণে খেলবে বাংলাদেশ। আগামীকাল দিবাগত রাত ৪টায় শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।