নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন শান্ত-মুশফিকদের
পেশার খাতিরে শান্ত-মুশফিকদের ঘুরে বেড়াতে হয় দেশ থেকে দেশান্তরে। লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন তারা পৃথিবীর নানা প্রান্তে। দেশের পতাকা উঁচু করে ধরতে তাদের এমন ত্যাগ। দেশের স্বাধীনতার দিন আবেগাপ্লুত করে তাদেরও। এবার কিউইদের ডেরায় বসেই বিজয় উদযাপন করলেন ক্রিকেটাররা।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। তবে বিদেশের মাটিতেও বিজয় দিবসের উদযাপন থেমে নেই জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন তারা। ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন দেশীয় স্টাফ উপস্থিত ছিলেন সেখানে। বিদেশি কোচরা অবশ্য অংশ নেননি এই ফটোশুটে।
এছাড়াও নিজেদের ভেরিফায়েড ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আঁধার ঘুচিয়ে এনেছিল বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’
মিরাজ লিখেছেন, ‘পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা৷’
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে রোববার। বাকি দুই ওয়ানডে হবে ২০ এবং ২৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আসল লড়াই শুরুর আগে এই জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশ দলকে।