ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্রয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে বছরের শেষ অ্যাসাইনমেন্ট হিসেবে কিউইদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ডানেডিনে যার প্রথমটি আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর চারটায়।
গত কয়েক বছরে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিততে পারেনি বাংলাদেশ। দুই মাসের ব্যবধানে ফের কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে লাল সবুজের দল। প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। তবে এবার কন্ডিশন খুব একটা বাধা হবে না বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘কন্ডিশন তো একটু ঠান্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশি সমস্যা হবে না। এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ২০১৫-২০২১ এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে খেলা ১৪ ওয়ানডের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। যে দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, তার একটি আবার ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।
রঙিন পোশাকে কিউইরা এখনও অপ্রতিরোধ্য, তবুও বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজকে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। নিউজিল্যান্ডের অধিনায়ক বলছেন, ‘বাংলাদেশের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছরে আমরা বেশ কয়েকবার খেলেছি। দারুণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই সিরিজ। সব ম্যাচই তো আপনি জেতার জন্য খেলবেন। তবে আমাদের চিন্তা হচ্ছে আমরা যতটা পারি যেন নিজেদের খেলার ধরনটা বজায় রেখে খেলি।’
এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি দুই টিভি চ্যানেল নাগরিক টিভি ও গ্রিন টিভি। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস ‘টফি’তেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।