টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ওয়ানডে ফরম্যাটে কখনও নিউজিল্যান্ডের মাটিতে জেতেনি বাংলাদেশ। কিউইদের মাটিতে যতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, ততবারই হেরেছে। সাকিব-তামিমরা না পারলেও এবার শান্তর নেতৃত্বে ইতিহাস বদলানোর প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডানেডিনে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
আজ রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত ছয় বছরে বাংলাদেশ দল চারবার নিউজিল্যান্ডে গেছে। তবে নিয়মিত সফর করেও সাফল্য নেই বাংলাদেশের। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছিল।
এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে নিউজিল্যান্ডের মাঠে ৩৬ ম্যাচ খেলে বাংলাদেশ ৩৫টিতেই হেরেছে। বাংলাদেশের কোনও সিরিজ জেতা হয়নি নিউজিল্যান্ডের মাঠে। এবার অবশ্য শান্ত হতাশার অতীত পাল্টাতে চান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ শোধি, জ্যাকব ডাফি ও উইল রৌরকে।