টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে : বিজয়
নিউজিল্যান্ড সিরিজ হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। ডানেডিন ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার (১৭ ডিসেম্বর) মুখোমুখি হয় দুদল। বৃষ্টি আইনে ৪৪ রানে হারে বাংলাদেশ। ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। ২০০ রানে থামেন মুশফিক-শান্তরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন এনামুল হক বিজয়। ৩৯ বলে ৪৩ রানের ইনিংসটি থামে অ্যাডাম মিলনের বলে। তাওহিদ হৃদয় ২৭ বলে ৩৩ এবং আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেন। কিন্তু, ইনিংস বড় করতে পারেননি কেউই।
এই তিনটি ইনিংসের যে কোনো একটি যদি বড় হত, বদলাতে পারত ম্যাচের ফল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বিজয়। তিনিও মনে করেন, একটি ইনিংস লম্বা করা গেলেও বদলে যেত ম্যাচের চিত্র। টপ অর্ডারকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে সামনে।
বিজয় বলেন, ‘আমরা ভালো শুরু করেও ধরে রাখতে পারিনি। অন্যান্য দলে দেখা যায়, প্লেয়াররা সেট হলে ইনিংসগুলো বড় হয়। সেই জায়গা থেকে আমরা ব্যর্থ। আমার, আফিফের কিংবা হৃদয়ের একটি ইনিংস যদি বড় হত, ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’
এ ছাড়া, টপঅর্ডারের দায়িত্ব প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমাদের টপ অর্ডারকে সামনে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। নিউজিল্যান্ডের বোলারদের উচ্চতা ওদের জন্য বাড়তি সুবিধা। তবে, আমাদের হাতে এখনও দুদিন সময় আছে। আশা করি, নিজেদের মানিয়ে নিতে পারব।’