ইনিংস লম্বা না করতে পারায় অনুতপ্ত বিজয়
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে নেমে আসে ৩০ ওভারে। কিউইদের ছুঁড়ে দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ২০০ রানে থামে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার শূন্য রানে ফিরলেও আরেক ওপেনার এনামুল হক বিজয় করেন ৪৩ রান। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান এটি। ৩৯ বলে ৪৩ রানের ইনিংসটি চাইলেই আরও বড় করতে পারতেন বিজয়।
অ্যাডাম মিলনের বলে আউট হন বিজয়। তিনি ছাড়াও তাওহিদ হৃদয় ২৭ বলে ৩৩ এবং আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেন। কিন্তু, ইনিংস বড় করতে পারেননি কেউই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আজ রোববার (১৭ ডিসেম্বর) আসা বিজয় জানান, নিজের ইনিংসটা তার আরও বড় করা উচিত ছিল। ইনিংস বড় করতে না পারায় আফসোস হচ্ছে তার।
বিজয় বলেন, ’আমার ইনিংসটা আরও বড় করা উচিত ছিল। ওই সময়ে আউট হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। সুযোগ ছিল ভালো করার। সত্যি বলতে আমার খুব অনুতাপ হচ্ছে ইনিংসটি বড় করতে না পারায়। ‘
বিজয় আরও বলেন, ’আমরা ভালো শুরু করেও ধরে রাখতে পারিনি। অন্যান্য দলে দেখা যায়, প্লেয়াররা সেট হলে ইনিংসগুলো বড় হয়। সেই জায়গা থেকে আমরা ব্যর্থ। আমার, আফিফের কিংবা হৃদয়ের একটি ইনিংস যদি বড় হত, ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’