ভক্তদের ধন্যবাদ জানালেন বাংলাদেশের অধিনায়ক
প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আামিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। এশিয়ার সেরা হওয়ার পথে একটি ম্যাচেও হারেননি রাব্বি-শিবলিরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পুরো আসরেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে জিতেছে তিন ম্যাচের সবকটিতে। সেমি ফাইনালে হারায় শক্তিশালী ভারতকে। ফাইনালে তো আরব আমিরাতকে উড়িয়েই দিয়েছে বাংলার যুবারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে দলের সদস্যরা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশি। ওপেনার আশিকুর রহমান শিবলি পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৭৮ রান।
বাংলাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। ভক্তরা সবসময়ই পাশে থাকেন। সেটি জানেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিও। যোগ্য নেতৃত্ব, দলের সবার সেরাটা উজাড় করে দেওয়ার পাশাপাশি ভক্তদের সমর্থনও সহায়তা করেছে বাংলাদেশকে। পুরস্কার প্রদান মঞ্চে এসে রাব্বি দলের সঙ্গে ধন্যবাদ জানালেন সমর্থকদেরও।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একটা দারুণ টুর্নামেন্ট শেষ করেছি আমরা। সবার সম্মিলিত পারফরম্যান্সেই আজ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। দবে, আমি ভক্তদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। তাদের অকুণ্ঠ সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই শিরোপা আমাদের সবার।’