হাইভোল্টেজ ম্যাচে জয়ী হয়নি ইউনাইটেড-লিভারপুল কেউই
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা খুব একটা ভালো নয়। কদিন আগে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। এমন পরিস্থিতিতে গতকাল রোববার (১৭ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হয় ম্যান ইউনাইটেড। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে যে ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল অলরেডরা। কিন্তু, তাদের রুখে দিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা। গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচ। ইউনাইটেড পায় এক পয়েন্ট। পরিস্থিতি বিবেচনায় যেটি তাদের কাছে জয়ের সমতূল্য।
লিভারপুলের বিপক্ষে তাদের মাঠে সর্বশেষ দেখায় ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। চলতি মৌসুমে লিগে দুরন্ত ছন্দে আছে লিভারপুর। তাই, রেড ডেভিলদের আরেকটি বড় হার দেখছিল সবাই। কিন্তু, মাঠের ফুটবলে দুঃস্বপ্নের পুনরাবৃত্তি হতে দেননি রাফায়েল ভারানে-লুক শরা। বিশেষ করে ম্যাচে ভারানে ছিলেন দারুণ ছন্দে। লিভারপুলের অসংখ্য আক্রমণ রক্ষণভাগ থেকে প্রতিহত করেন ফরাসি এই তারকা।
ইউনাইটেড কতটা চাপে ছিল, সেটি বোঝা যাবে একটি পরিসংখ্যানে। ম্যাচে মোট ৩৪ টি আক্রমণ সাজায় লিভারপুল। যার আটটি ছিল অন টার্গেট। যেখানে ইউনাইটেড আক্রমণ করে ছয়টি, অন টার্গেট কেবল একটি। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল ছিল লিভারপুলের পায়েই।
এ ম্যাচের পর ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। অন্যদিকে, সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান সাত নম্বরে।