ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন জেমিসন
ডানেডিনে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদ পেল কিউইরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার কাইল জেমিসন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের কারণে তার খেলা হচ্ছে না।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে জেমিসনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। জেমিসনের চোটের কারণে আগেই দলে ডাকা হয়েছিল আরেক ফাস্ট বোলার বেন সিয়ার্সকে। বাকি দুই ওয়ানডেতে জেমিসনের বদলি হিসেবে এই তরুণ পেসারকে দেখা যেতে পারে।
এই বিষয়ে নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমাদের সামনে অনেক খেলা। কাইলকে নিয়ে তাই অপ্রয়োজনীয় কোন ঝুঁকি নিতে চাই না। চলতি ওয়ানডে সিরিজে নতুন খেলোয়াড়দের ভালোভাবে দেখে নিতে চাই। বেন সিয়ার্সও সেখানে আছেন।’
এদিকে, ডানেডিন থেকে দলের সঙ্গে নেলসন যাননি স্কোয়াডে থাকা ব্যাটার ফিন অ্যালেন। মঙ্গলবার অকল্যনাড এইসেসের হয়ে ম্যাচ খেলতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বুধবার দ্বিতীয় ম্যাচের আগেই নেলসনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ ডিসেম্বর মুখোমুখি হবে দুদল। আর আগামী ২৩ ডিসেম্বর হবে তৃতীয় ওয়ানডে। এরপর নেপিয়ারে আগামী ২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি।