বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে মেসির স্মৃতিচারণ
আর্জেন্টিনা ২০২২ এর আগে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার হাত ধরে। এরপর ৩৬টি বছর পেরিয়ে গেলেও সোনালি সেই ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি আলবিসেলেস্তেদের। অবশেষে লিওনেল মেসির হাত ধরে কাতার বিশ্বকাপ জিতে প্রতীক্ষার অবসান ঘটায় তারা। সেই অবিস্মরণীয় মুহূর্তটির আজ এক বছর পূর্তি। আনন্দমুখর সেই রাতের স্মৃতিচারণ করলেন মেসি।
২০২২ সালের ঠিক এদিনে, কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ছিল ৩-৩ সমতা। বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল হিসেবে ধরা হয় ম্যাচটাকে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের ছোঁয়া লাগে বাংলাদেশেও। আর্জেন্টিনার মতো এদেশেও অসংখ্য ফুটবলপ্রেমী উল্লাসে মাতেন।
বড় দিন ও নতুন বছরের ছুটি কাটাতে সপরিবারে নিজ শহর রোজরিওতে এখন মেসি। সেখান থেকেই বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন এই তারকা খেলোয়াড়। মেসির শেয়ার করা প্রতিটি ছবিতেই ছিল সোনালি ট্রফিটি।
ওই পোস্টের ক্যাপশনে আর্জেন্টাইন কিংবদন্তি লেখেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির ১ বছর। অবিস্মরণীয় স্মৃতি যা সারাজীবন থাকবে। সবাইকে শুভ বর্ষপূর্তি!’
কাতার বিশ্বকাপ জিতে কিংবদন্তির কাতারে নাম লিখিয়েছেন মেসি। জবাব দিয়েছেন অনেক সমালোচনার। কারণ, এই এক বিশ্বকাপই যে অপূর্ণতা ছিল তার। ক্যারিয়ারে হাজার হাজার অর্জন থাকলেও বিশ্বকাপ জয়কে সবকিছুর চেয়ে এগিয়ে রাখেন মেসি।