শিষ্য সৌম্যের পারফরম্যান্সে হতাশ গুরু হাথুরুসিংহে
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্টের চাওয়াতে সাকিবের অভাব পূরণে দলে নেওয়া হয় পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। তবে, সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে এবারও ব্যর্থ এই ক্রিকেটার। তার এমন পারফরম্যান্সে হতাশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নেলসনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বলেন,‘আমি সৌম্যর খেলা শেষ পাঁচটি ম্যাচ দেখিনি। আমি জানি না কি হয়েছে! আমি শুধু এই ম্যাচটিই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যাটা কি! সে, ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে ছিল। আমাদের এমন কাউকে দলে প্রয়োজন যে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভালো করতে পারে।’
বাংলাদেশ দলের আরও যোগ করেন, ‘সাকিব গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলছে। আমাদের সাকিবের মতোই কাউকে প্রয়োজন ছিল। মূলত, এই কারণেই একাদশে সৌম্যকে রাখা। আসলে সাকিব যা করতে পারে, সৌম্য কিন্তু তা করতে পারবেনা। আমরা চাই সে নিজের ব্যাটিং-বোলিংটা ঠিকঠাক করুক। আমাদের পরিকল্পনায় লেগ স্পিনার রিশাদও ছিল। সামনের ম্যাচগুলোতে হয়তো তাকেও একাদশে দেখা যেতে পারে।’
ডানেডিনে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে চার বলে শূন্য ও বল হাতে ছয় ওভারে ১০.৫০ ইকোনমিতে ৬৩ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি সৌম্য। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের এমন পারফরম্যান্সে হতাশ ভক্ত-সমর্থকরাও।