সিরিজে ফেরার প্রত্যাশায় ভোরে মাঠে নামছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ ওয়ানডেতে নামবে আর হারবে, এটিই যেন নিয়ম। দেশটিতে তাদের বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। সর্বশেষ হেরেছে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে। গত ১৭ ডিসেম্বর ডানেডিনে ৪৪ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) মাঠে নামবে দুদল। নেলসনের স্যাক্সটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
কিউইদের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডেতে জয় অধরা বাংলাদেশের। তবে, তাদের দেশে সীমিত ওভারের ক্রিকেটে একটি জয় আছে লাল-সবুজের প্রতিনিধিদের। কালকের ভেন্যু স্যাক্সটন ওভালে বাংলাদেশের একটি জয় আছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল এই মাঠেই।
প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছিল চার বোলার নিয়ে। পঞ্চম বোলার হিসেবে সৌম্যকে খেলালও ৩০ ভালো করেননি তিনি। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ছয় ওভার বল করে ৬৩ রান দেন সৌম্য। দ্বিতীয় ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেনকে মাঠে দেখা যাওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে।
প্রথম ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন এনামুল হক বিজয়। ৩৯ বলে ৪৩ রানের ইনিংসটি থামে অ্যাডাম মিলনের বলে। তাওহিদ হৃদয় ২৭ বলে ৩৩ এবং আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেন। কিন্তু, ইনিংস বড় করতে পারেননি কেউই। এই তিনটি ইনিংসের যে কোনো একটি যদি বড় হত, বদলাতে পারত ম্যাচের ফল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বিজয়ও জানান, একটি ইনিংস লম্বা করা গেলেও বদলে যেত ম্যাচের চিত্র। টপ অর্ডারকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে সামনে।
এই সমস্যা নিয়ে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে টপ অর্ডারের সমস্যা নিয়ে বলেন, ‘এটা অনেক বড় বিষয়। এটি নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তাদের (টপ অর্ডার) সঙ্গে কথা বলব এ প্রসঙ্গে। আশা করি, সমস্যার সমাধান হবে।’
অন্যদিকে, নিউজিল্যান্ড ব্যাটাররা আছে ছন্দে। প্রথম ম্যাচে নির্ভার ব্যাটিং করেছে দলটি। যদিও, ওয়ানডের সিরিজের বাকি দুই ম্যাচে তারা পাচ্ছে না পেসার কাইল জেমিসনকে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ শেষ হয়ে গেছে তার।
প্রথম ম্যাচের প্রায় অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বৃষ্টি। নেলসনের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। রোদ ঝলমল প্রকৃতি। ম্যাচে প্রতিবন্ধকতার শঙ্কা নেই। শঙ্কা যা আছে বাংলাদেশকে নিয়ে। সিরিজ হারানোর শঙ্কা। কাল বাংলাদেশ হারলেই সিরিজ কিউইদের।
বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।