টপ অর্ডার নিয়ে চিন্তিত, তবুও আশাবাদী হাথুরুসিংহে
প্রথম ম্যাচ হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর)। হারলে সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই। যদিও, কিউইদের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডেতে একটিও জয় নেই বাংলাদেশের।
সিরিজের প্রথম ম্যাচে গত ১৭ ডিসেম্বর বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ৩০ ওভারে ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ থামে ২০০ রানে। তিনজন ব্যাটারের ব্যাট থেকে ভালো শুরু এলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি তারা। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন এনামুল হক বিজয়। ৩৯ বলে ৪৩ রানের ইনিংসটি থামে অ্যাডাম মিলনের বলে। তাওহিদ হৃদয় ২৭ বলে ৩৩ এবং আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেন। কিন্তু, ইনিংস বড় করতে পারেননি কেউই। এই তিনটি ইনিংসের যে কোনো একটি যদি বড় হত, বদলাতে পারত ম্যাচের ফল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বিজয়ও জানান, একটি ইনিংস লম্বা করা গেলেও বদলে যেত ম্যাচের চিত্র। টপ অর্ডারকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে সামনে।
এই সমস্যা নিয়ে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে টপ অর্ডারের সমস্যা নিয়ে বলেন, ‘এটা অনেক বড় বিষয়। এটি নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তাদের (টপ অর্ডার) সঙ্গে কথা বলব এ প্রসঙ্গে। আশা করি, সমস্যার সমাধান হবে।’
তবে, ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী হাথুরুসিংহে। নেলসনের রোদ ঝলমল আবহাওয়া এবং এখানে একটি ওয়ানডে জয়ের সুখস্মৃতি তুলে ধরে হাথুরুসিংহে বলেন, ‘এখানকার আবহাওয়া ভালো। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন হয়নি। এই মাঠে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল। কালকের ম্যাচে অনেক রান হবে আশা করি। আমাদের ছেলেরা দেখেশুনে খেলতে পারলে ফল পক্ষে আসতে পারে।’