টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াই করতেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ৪৪ রানে হারা সেই ম্যাচের স্মৃতি ভুলে সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে সফরকারীরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। আর আফিফ হোসেনের জায়গায় অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে কখনও জেতা হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তরা এবার অতীত বদলাতেই নিউজিল্যান্ডে গেছেন। কিন্তু স্বপ্ন দেখিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের শুরুটা হয়েছে চিরচেনা হার দিয়ে। সিরিজ হার এড়াতে বাংলাদেশের সামনে তাই জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।