দুইশ ছাড়িয়েছে নিউজিল্যান্ড, ইয়াংকে ফেরালেন হাসান
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং মিলে ঝড়ো শুরু এনে দেন কিউইদের। রাচিন বিদায় নিলেও ইয়াং-নিকোলসের জুটিতে জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।
আজ বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে ২৯২ রান তাড়া নেমে ইয়ং-রাচিনের অবিচ্ছিন্ন জুটিতে ১০ ওভারেই ৭৬ রান সংগ্রহ করে কিউইরা। তবে দলীয় ৭৬ রানের মাথায় হাসানের বলে তুলে মারতে গিয়ে রিশাদের হাতে ধরা পড়েন রাচিন। আউটের আগে খেলেন ৩৩ বলে ৪৫ রানের ইনিংস।
প্রথম উইকেট জুটিতে পঞ্চশের পর দ্বিতীয় উইকেটেও বড় জুটি গড়ে কিউইরা। এরই মধ্যে উইল ইয়াং ও হেনরি নিকোলসের শতরানের জুটিতে ভর করে অনেকদূর এগিয়ে যায় কিউইরা। অবশেষে, দলীয় ২০৪ রানের মাথায় ৯৪ বলে ৮৯ রান করে হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং। তার বিদায়ে ভাঙে নিকোলসের সঙ্গে ১৩১ বলে ১২৮ রানের জুটি।
এর আগে, সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে নেলসনে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান করেছে। যা নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং সব মিলিয়ে দ্বিতীয়। ২০১৩ সালে ফতুল্লায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩০৯ রান করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল।