নিলামে ভুল ক্রিকেটার কেনার বিষয়ে মুখ খুলল পাঞ্জাব
আইপিএলের সদ্য সমাপ্ত নিলামে অদ্ভুদ এক কাণ্ড ঘটিয়েছে পাঞ্জাব কিংস। ভুল করে শশাঙ্ক সিং নামের এক খেলোয়াড়কে কিনেছে তারা। সেজন্য দলটিকে খরচ করতে হবে ২৬ লাখ ৩২ হাজার টাকার ওপরে (২০ লাখ রুপি)। তবে শশাঙ্ককে দলে নেওয়ার বিষয়ে বেশ অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। অবশেষে, এই ইস্যুতে মুখ খুলেছে পাঞ্জাব কিংস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় ২০২৪ আইপিএলের মিনি নিলাম। সেখানে যখন শশাঙ্কের নাম ঘোষণা করা হয় তখন প্রীতি জিনতার দল তাকে কেনার জন্য সম্মতি জানায়। নিলাম পরিচালনাকারী মল্লিকা সাগর তখন শশাঙ্ককে কেনার বিষয়টি হাতুড়ির বাড়ি দিয়ে নিশ্চিত করেন।
কিন্তু এরপরেই বাধে বিপত্তি। পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা জানান, তারা ভুল করে অন্য খেলোয়াড় ভেবে শশাঙ্ককে কেনার ব্যাপারে সম্মতি দিয়েছে। তাকে আবারও নিলামে ফিরিয়ে নতুন করে আহ্বানের কথা জানান। কিন্তু মল্লিকা সাগর জানান, সেটির আর সুযোগ নেই। শশাঙ্ককে আপনারা কিনে ফেলেছেন। এরপরই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায়। পাঞ্জাবের এমন কাণ্ডে নেটিজেনরা হাস্যরসে মাতে।
এমন পরিস্থিতিতে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে যে, তারা ক্রিকেটার নিতে কোনও ভুল করেনি। যে শশাঙ্ককে তারা টার্গেট করেছিল, তাকেই দলে নেওয়া হয়েছে। এর আগে, তার বেশ কিছু ভালো পারফরম্যান্স রয়েছে। ফলে আশা করা হচ্ছে, এবারও তেমনই খেলবে সে।
এর আগে, শশাঙ্ক সিং সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। গত আসরে তাকে ছেড়ে দেয় দলটি। এরপরে অবিক্রিত ছিলেন ওই আসরে। শশাঙ্ক এখনও পর্যন্ত ১০টি আইপিএল ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি মাত্র ৬৯ রান করতে পেরেছেন।