মেসিদের ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলএসের নতুন মৌসুম
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে গিয়েই শিরোপার দেখা পান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সুযোগ ছিল মেজর লিগ সকারের ট্রফি জিতে শেষটা রাঙনোর। সেটা অবশ্য পারেনি মায়ামি। হার দিয়ে এমএলএমের গত মৌসুম শেষ হয় মেসিদের। ভক্তদের জন্য সুখবর, আগামী মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলএসের নতুন মৌসুমের।
গতকাল বুধবার (২০ ডিসেম্বর) মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ ২০২৪ সালের জন্য সূচি প্রকাশ করেছে। আর প্রথম দিনই মাঠে নামবে ইন্টার মায়ামি। যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে লিগটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। দুই দিনের ব্যবধানে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইন্টার মায়ামি। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের এমএলএস চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি।
এমএলএসের ইতিহাসে এই প্রথম এক মৌসুম শেষ হওয়ার পর এতো দ্রুত আরেক মৌসুম শুরু হচ্ছে। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় আপাতত ছুটিতে আছেন মেসি। অবশ্য, ফেব্রুয়ারিতে মৌসুম শুরুর আগে এশিয়া সফরে যাবে মায়ামি। আর এই সফরেই ফের দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। ফেব্রুয়ারিতে একটি ম্যাচে আল নাসরের বিপক্ষে মাঠে নামবে তারা। এমএলএসে যোগ দিয়ে প্রথম মৌসুমে মেসি লিগস কাপের শিরোপা জেতেন। যা তার ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।