দুই ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদ পেল জিম্বাবুয়ে
ক্রিকেটে জিম্বাবুয়ের সময়টা কাটছে যাচ্ছেতাই। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে জায়গা পায়নি। ২০ দল নিয়ে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেও জায়গা হয়নি দলটির। গতকালই (২০ ডিসেম্বর) প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। এবার কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে এলো আরেকটি দুঃসংবাদ। ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাদেভিরে ও ব্র্যান্ডন মাভুটা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকেইনফোতে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ের অ্যান্টি-ডোপিং আইন ভেঙেছেন। ডোপ টেস্টে দুজনের শরীরে পাওয়া গেছে উদ্দীপনামূলক ওষুধ।
এর প্রেক্ষিতে দুই ক্রিকেটারকেই সব ধরণের ক্রিকেট খেলা এবং ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। শুনানি হওয়ার আজ পর্যন্ত এই সাজা বহাল থাকবে। শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।
জাতীয় দলে মাদেভিরের অভিষেক হয় ২০২০ সালে। এর পর থেকে দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন মাদেভিরে। অন্যদিকে, ২০১৮ সালে অভিষেক হলেও মাদেভিরের চেয়ে সার্বিকভাবে কম ম্যাচ খেলেছেন মাভুটা। জিম্বাবুয়ের জার্সিতে এখন পর্যন্ত চারটি টেস্ট, ১২টি ওিয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।