হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চাইলেন শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। হাতছাড়া হয়েছে সিরিজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে চোখরাঙানি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাইলেন হোয়াইটওয়াশ না হওয়ার দোয়া।
ম্যাচের আগেরদিন আজ শুক্রবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। সেখানে উঠে আসে হোয়াইটওয়াশ প্রসঙ্গ। তখন শান্ত বলেন, ‘দোয়া করেন যাতে হোয়াইটওয়াশ না হই।’
দুটি ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর পেছনে দলের পরিকল্পনার অভাব ও খেলোয়াড়দের ব্যর্থতাকে দায়ী মনে করছেন তিনি। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল। সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। আগের ম্যাচে সৌম্য একা ভালো করেছে। এর আগে-পরে কেউই ওভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। সামনের ম্যাচে আমরা যেন একটা দল হয়ে খেলতে পারি, সেদিকে খেয়াল রাখব।’
দ্বিতীয় ম্যাচে হারের পর শান্ত বলেন, ‘এ ম্যাচে আমাদের টপঅর্ডার আবারও ব্যর্থ হয়েছে। আমরা আরও রান তুলতে পারতাম। শুরুর ব্যাটাররা খুব তাড়াতাড়িই ফিরে গেছে। আমাদের বোলাররা কিছু করতে পারেনি। কিউই ব্যাটারদের ন্যূনতম চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছি আমরা। হারের দায়টা আমাদের সবারই।’