হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ
ডানেডিনে বৃষ্টি আইনে ৪৪ রানে হারের পর নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এখন তৃতীয় ও শেষ ওয়ানডে শুধুই আনুষ্ঠানিকতা। তারপরও স্বস্তির জয় খুঁজতে শেষ ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
স্বাগতিকরা যেহেতু সিরিজ নিজেদের করে ফেলেছে, তাই তাদের কাছে শেষ ম্যাচটি হলো সিরিজকে ৩-০ করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ম্যাচ। আর বাংলাদেশের জন্য শেষ ম্যাচ ধবলধোলাই এড়ানোর লড়াই।
শান্ত অধিনায়ক হিসেবে টেস্টে নিজের অভিষেক ম্যাচে কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভিন্ন অভিজ্ঞতা হলো তার। ৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এখনও অধরাই রয়ে গেছে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার সবকটিতেই তারা হেরেছে। ৯টি টি-টোয়েন্টিতেও ফল একই। সেখানে এবারও প্রথম জয়ের খোঁজ করছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।