শরিফুলের আগ্রাসী বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
প্রথম পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জোড়া সাফল্যে তুলে নিয়েছে দুই উইকেট। কিউই অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াংকে ফিরিয়ে সেই ধারাবাহিকতা দ্বিতীয় পাওয়ার প্লেতেও ধরে রাখল সফরকারীরা। এবার তিন উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। সবমিলিয়ে দলীয় ৬৪ রানে পাঁচ উইকেট হারাল স্বাগতিকরা।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকল্যান্ড পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। শুরুতেই ওপেনার রাচিন রবীন্দ্রর উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলীয় ১৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন। আউটের আগে করেন ১২ বলে আট রান।
এরপর আরেক ব্যাটার হেনরি নিকোলসও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ২২ রানের মাথায় সাকিবের বলে তুলে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন নিকোলস। ১২ বলে মাত্র এক রান করেন তিনি।
এরপর ইয়াংকে নিয়ে জুটি গড়েন টম লাথাম। এই জুটি স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করে। দলীয় ৫৮ রানে শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক লাথাম। ৩৪ বলে ২১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তার বিদায়ের পর ফেরেন অভিজ্ঞ ব্যাটার উইল ইয়াং। দলীয় ৬১ রানে শরিফুলের বলে মিরাজে হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪৩ বলে ২৬ রান করেন তিনি। এরপর দলীয় ৬৩ রানে ফের আঘাত হানেন শরিফুল। এবার ফেরান চাপম্যানকে।
শান্ত অধিনায়ক হিসেবে টেস্টে নিজের অভিষেক ম্যাচে কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভিন্ন অভিজ্ঞতা হলো তার। ৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এখনও অধরাই রয়ে গেছে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার সবকটিতেই তারা হেরেছে। ৯টি টি-টোয়েন্টিতেও ফল একই। সেখানে এবারও প্রথম জয়ের খোঁজ করছে বাংলাদেশ।