ওয়ানডেতে উইকেটের অর্ধশতক পূর্ণ করলেন শরিফুল
বাংলাদেশের পেস আক্রমণ ধীরে ধীরে উন্নতি করছে। এক সময়ের স্পিননির্ভর বাংলাদেশ এখন ভরসা রাখতে পারে পেসারদের ওপরও। সেই পেসারদের অন্যতম শরিফুল ইসলাম। বল হাতে দারুণ সময় পার করছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ শনিবার (২৩ ডিসেম্বর) তিন উইকেট শিকার করেছেন শরিফুল। এতে, পূর্ণ হয়েছে একদিনের ক্রিকেটে তার অর্ধশতক উইকেট সংগ্রহ।
মিরপুরে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় শরিফুলের। অভিষেকের পর থেকেই দলে নিয়মিত মুখ তিনি। অর্জন করেছেন আস্থার জায়গা। এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলা শরিফুলের উইকেটসংখ্যা ৫১টি। আজ কিউইদের বিপক্ষে ২২ রানে তিন উইকেট শিকার করেন তিনি। টম লাথামকে বোল্ড করে পূর্ণ করেন উইকেটের হাফসেঞ্চুরি। মার্ক চ্যাপম্যানকে বোল্ড করে পান ৫১তম উইকেটের দেখা। সবমিলিয়ে ওয়ানডেতে ১৪তম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করলেন শরিফুল।
তৃতীয় দ্রুততম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট পেলেন শরিফুল। পেসার হিসেবে দ্বিতীয়। সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পাওয়া বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। ২৭ ম্যাচে উইকেটের হাফসেঞ্চুরি করেন মুস্তাফিজ। মাত্র এক ম্যাচের জন্য স্পিনার আব্দুর রাজ্জাককে ছুঁতে পারেননি শরিফুল।
মুস্তাফিজের আগে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পাওয়া বাংলাদেশি ছিলেন রাজ্জাক। তার লেগেছিল ৩২ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে এখনও ফাইফারের দেখা না পেলেও শরিফুল চার উইকেট পেয়েছেন তিন ম্যাচে।