মেসির সঙ্গী হলেন সুয়ারেজ
একটা সময় বার্সেলোনা দাপিয়ে বেড়িয়েছিলেন দুজন। সময়ের অন্যতম সেরা আক্রমণভাগের অংশ ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। আর্জেন্টিনা ও উরুগুয়ের দুই তারকাকে এক পর্যায়ে ছেড়ে দেয় বার্সেলোনা। বর্তমানে মেসি আছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর গুঞ্জন উঠেছিল, সাবেক সতীর্থ সুয়ারেজও যাচ্ছেন ফ্লোরিডার ক্লাবটিতে। এক মৌসুম পর সত্যি হলো গুঞ্জন। সুয়ারেজও যোগ দিয়েছেন মায়ামিতে।
মেজর লিগ সকারের ক্লাব মায়ামিতে শুক্রবার (২২ ডিসেম্বর) যোগ দেন সুয়ারেজ। নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে খবরটি নিশ্চিত করেছে মায়ামি। চুক্তির অঙ্ক জানা না গেলেও ৩৬ বছর বয়সী সুয়ারেজের সঙ্গে মায়ামির প্রাথমিক চুক্তির মেয়াদ এক বছর।
ক্লাবটিতে যোগ দিতে পেরে যারপরনাই খুশি সাবেক বার্সা ও লিভারপুল তারকা সুয়ারেজ। নতুন ক্লাবে যাওয়ার প্রতিক্রিয়ায় সুয়ারেজ বলেন, ‘আমি খুবই খুশি এবং একই সঙ্গে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। মায়ামির হয়ে খেলার স্বপ্নটা পূরণ হলো। এই ক্লাবের হয়ে শিরোপা জিততে প্রস্তুত আমি। আমি আশা করি, অনেক শিরোপা জেতার যে স্বপ্ন দেখছে ক্লাবটি, তা বাস্তবে রূপান্তরে সাহায্য করতে পারব।’
জানুয়ারিতে নতুন ক্লাবের হয়ে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন সুয়ারেজ। চুক্তি এক বছরের হলেও সেটি বাড়ানোর সুযোগ রয়েছে এই তারকার সামনে।