বোলারদের পারফরম্যান্সে তৃপ্ত বাংলাদেশ অধিনায়ক
ঐতিহাসিক এক জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যেটি কেবল একটি সাধারণ জয়েই সীমাবদ্ধ নয়। ১৬ বছর আর ১৮ ম্যাচের জয়খরা কেটেছে এ ম্যাচে। নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারানো, সেটিও একশর নিচে অলআউট করে। জয়ের ব্যবধান ৯ উইকেটের। যেন হার মানিয়েছে কল্পনাকেও।
নেপিয়ারে আজ শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশি বোলাররাও গড়েছেন অনন্য এক কীর্তি। ম্যাচে কিউইদের ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন পেসাররা। শরিফুল, সৌম্য ও তানজিম সাকিব নিয়েছেন তিনটি করে উইকেট। মুস্তাফিজ পেয়েছেন একটি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ইনিংসে সবগুলো উইকেট নিয়েছেন পেসাররা। দেশের বাইরে এবারই প্রথম।
এমন দাপুটে ম্যাচের পর বোলারদের কৃতিত্ব না দিয়ে উপায় থাকে না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সবটুকু কৃতিত্ব দিলেন বোলারদের। জানালেন, তারা চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে।
শান্ত বলেন, ‘সবাই যেভাবে বোলিং করেছে, যাকে যখন বোলিংয়ে এনেছি, নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছে। শরিফুল দ্বিতীয় স্পেলে এসে ব্রেক থ্রু এনে দিয়েছে। যা মোমেন্টামটা আমাদের দিকে এনে দিয়েছে। কিন্তু, আমি আলাদা করে কাউকে কৃতিত্ব দেব না। আমার মনে হয়, প্রত্যেক বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবেই হয়েছে। সকালে পেসাররা বেশ সুবিধা পেয়েছে। আমি চেয়েছি যতক্ষণ সম্ভব এটিকে কাজে লাগাতে।’