মানবাধিকার প্রসঙ্গে আবারও খাজাকে আইসিসির বাধা
অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার সঙ্গে আইসিসির বিরোধ যেন থামছেই না। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শুরু থেকেই সরব খাজা। প্রথমে জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ —লেখা বাক্য নিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু, পাকিস্তানের বিপক্ষে গত ১৪ ডিসেম্বর শুরু হওয়া পার্থ টেস্টে তাকে এই জুতো পরে নামার অনুমতি দেয়নি আইসিসি। সেই টেস্টে পরবর্তীতে বাহুতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন খাজা।
সেটি নিয়েও আপত্তি তুলেছিল আইসিসির। কারণ, খাজা এ ব্যাপারে আইসিসির অনুমতি নেননি। এবার দ্বিতীয় টেস্টের আগে খাজা নিজের জুতায় আবারও দিয়েছেন প্রতিবাদের ছোঁয়া। ঘুঘুর ছবি সংবলিত জুতা পরে মেলবোর্নে অনুশীলনে নামেন তিনি। শান্তির প্রতীক হিসেবে নিজের জুতায় কালো ঘুঘু আঁকেন খাজা।
এর আগে এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়েছেন অসি ওপেনার। তবে, আইসিসি এবারও তাকে অনুমতি দেয়নি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে আজ রোববার (২৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আইসিসির কাছে এই জুতা পরার জন্য অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন খাজা। কিন্তু, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ দফায়ও তাকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অনুমতি দেয়নি।
এ প্রসঙ্গে খাজা বলেন, ‘আমি আইসিসির নিয়মকানুনকে শ্রদ্ধা করি। আমি তাদের জিজ্ঞেস করেছি এবং অনুমতিও চেয়েছি। আমি চেয়েছি, আমার পক্ষ থেকে যেভাবে সম্ভব মানবতার পাশে থাকতে। এমনকি আমি কোনো ধর্মকেও টেনে আনিনি। আমি আমার জায়গায় সৎ ও স্বচ্ছ। আইসিসির সঙ্গে আমি এ ব্যাপারে বসব।’