‘ক্লাস ইজ পার্মানেন্ট’—সৌম্যকে নিয়ে বললেন হাথুরুসিংহে
সৌম্য সরকারকে বারবার সুযোগ দেওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই বিষয়টি নিয়ে বুলিংয়ের শিকার হন তিনি। তবে, এর সঙ্গে জুড়ে দেওয়া হয় আরেকজনের নাম। তিনি কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
চলতি নিউজিল্যান্ড সফরেও সৌম্যের সুযোগ পাওয়া নিয়ে সমালোচনার বান ছুটে হাথুরুসিংহের দিকে। এ ছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সৌম্যের ভয়ংকর প্রত্যাবর্তনের পর সেটা আরও বেড়ে যায়। শঙ্কা জাগে দ্বিতীয় ম্যাচের একাদশে ঠাই পাওয়া নিয়ে।
অবশেষে তার ওপর আবারও আস্থা রাখেন হাথুরুসিংহে। সেই আস্থার মান রেখেছেন সৌম্য। ব্যাট হাতে ফিরেছেন পুরোনো ঢংয়ে। খেলেছেন ১৬৯ রানের রানের চমৎকার ইনিংস। ১৫১ বলে যা সাজানো ছিল ২২ বাউন্ডারি ও দুই ছক্কায়। পরের ম্যাচেও তিন উইকেট নিয়ে সৌম্য দেন সামর্থ্যর প্রমাণ।
আস্থার মান রাখা শিষ্যকে নিয়ে তাই প্রশংসা করতে ভুল করলেন না হাথুরুসিংহে। তাঁর বিশ্বাস বরাবরই ছিল সৌম্যর ওপর। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সেই কথাই আরেকবার জানান দিলেন বাংলাদেশ কোচ, ‘সে যেভাবে পারফর্ম করেছে, আমি খুব খুশি। আমি জানতাম, সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য রাখে। সে নিজেই তা করে দেখিয়েছে। আমরা সবাই বলি, ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর কারণেই প্রভাবিত হয়। বিশেষ করে আপনার মাথায় কী চলছে, সেটাও একটা বিষয়।’
এখানেই থামলেন না কোচ। সৌম্যর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার নিয়ে তিনি বলেছেন, ‘আপনার মাথা যদি পরিষ্কার থাকে, আপনি যদি আপনার ভূমিকা বুঝতে পারেন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে প্রত্যেক খেলোয়াড়ই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। তার মাথাটা একেবারে পরিষ্কার।’