অতিরিক্ত কিছু আশা করছেন না শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গী ছিল কিউইদের মাঠে টানা ১৬ ম্যাচে হার। সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সেই তালিকা গিয়ে ঠেকে ১৮-তে। অবশেষে ১৮ ম্যাচ পর কিউইদের মাঠে জয় পায় টাইগাররা।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সিরিজ জিততে চায় বাংলাদেশ। সেটি না হলেও শেষ ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে অধরা জয় পায় সফরকারীরা।
ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের বিপক্ষে তাদের মাঠে ৯ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনো জয় নেই বাংলাদেশের। তবে, শেষ ওয়ানডের জয় আত্মবিশ্বাস জোগাবে শান্তদের। সবশেষ ওয়ানডে জেতা মাঠ নেপিয়ারের ম্যাকলিন পার্কেই হবে প্রথম টি-টোয়েন্টি। তার আগে সিরিজের ট্রফি নিয়ে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হয়ে গেল ফটোশ্যুট।
ফটোশ্যুটের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এবার অবশ্য, বড় প্রত্যাশার কথা বলেননি। শান্ত বলেন, ‘অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের নতুন অধিনায়ক বলেন, ‘আজকে একটা ভালো অনুশীলন সেশন ছিল। সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয়, সবাই দলগতভাবে পারফর্ম করতে মুখিয়ে আছে। আশা করছি আগামীকাল বুধবার দল হয়ে সবাই মিলে দল হয়ে একটি ভালো ম্যাচ খেলব।’