দলগত পারফরম্যান্সের অপেক্ষায় বাংলাদেশ
বছরের শেষ ওয়ানডে ম্যাচ জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সঙ্গে পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে ১৬ বছর ও ১৮ ম্যাচ পর জয়ের দেখা। ওয়ানডের পর এবার মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের মাটিতে টি-টোয়েন্টিতে এখনও জয় পায়নি বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে হেরেছে সবকটিতে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) মাঠে নামবে দুদল। এই মাঠেই সর্বশেষ ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। কিউইদর ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেই এটিই কিউইদের সর্বনিম্ন স্কোর। এর আগে সর্বনিম্ন ছিল ১৬২ রান। তা ছাড়া, ২০০৭ সালের পর নিজেদের মাটিতে ১০০ এর নিচে অলআউট হয়নি কিউইরা।
দলগত পারফরম্যান্সে ভর দিয়েই অধরা জয় পায় বাংলাদেশ। কিউইদের ১০ উইকেটের সবকটি তুলে নেন পেসাররা। একই মাঠে অভিন্ন উইকেটে খেলা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে, শান্ত বড় কিছু আশা করছেন না। তিনি চান, দলগতভাবে একটি দারুণ ম্যাচ খেলতে।
টি-টোয়েন্টি সিরিজের আগে সিরিজের ট্রফি নিয়ে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হয়ে গেল ফটোশ্যুট। ফটোশ্যুটের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সেখানে তিনি বলেন, ‘অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ। আজকে একটা ভালো অনুশীলন সেশন ছিল। সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয়, সবাই দলগতভাবে পারফর্ম করতে মুখিয়ে আছে। আশা করছি কাল দল হয়ে সবাই মিলে দল হয়ে একটি ভালো ম্যাচ খেলব।’