বছর শেষে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা
কাতার বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে আর্জেন্টিনা ফুটবল দলের চিত্র। আরও শানিত এক দলে পরিণত হয়েছেন লিওনেল মেসিরা। চলতি বছরও অব্যাহত ছিল সাফল্যের ধারা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে আলবিসেলেস্তেরা। তবে, সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা এক ঝাঁক তারকার চোট।
লিওনেল স্কালোনির দলে যারা নিয়মিত তাদের অনেকেই পড়েছেন চোটে। ক্লাব ফুটবলের দীর্ঘ সূচি, জাতীয় দলের ম্যাচ মিলিয়ে দলের প্রায় ১১ জন ফুটবলার পড়েছেন চোটে। অনেকের চোটই লম্বা সময়ের জন্য তাদের ছিটকে দিতে পারে মাঠের বাইরে। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের।
চোটের তালিকায় আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, মার্কাস অ্যাকুনা, লিসান্দ্রো মর্টিনেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেসের মতো তারকারা। এদের প্রত্যেকেই ছিলেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য।]
কিছুটা স্বস্তির খবর, আগামী বছরের শুরুর দিকে খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ নেই আর্জেন্টনার। আগামী বছর জুনে শুরু হবে কোপা আমেরিকা। এর আগে তারকারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলেই বিশ্বাস কোচ স্কালোনির।
এমনিতে, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা। গত ২১ ডিসেম্বর ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায় দলটি রয়েছে সবার ওপরে। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলকে সরিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে আলবিসেলেস্তেরা। এরপর থেকে আর অবনমন ঘটেনি তাদের। বর্তমানে ১৮৫৫ দশমিক ২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন মেসিরা।