যে মন্ত্রে নিজের ৫০তম ম্যাচ রাঙালেন মেহেদি
নিউজিল্যান্ডের মাটিতে অধরা টি-টোয়েন্টি জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে ইতিহাস গড়ে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বুধবার (২৭ ডিসেম্বর) কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পেয়েছে তাদের মাঠে ৯ ম্যাচ পর টি-টোয়েন্টি জয়ের স্বাদ।
কিউইদের হারিয়ে ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশ খেলেছে দল হয়ে। তবু, কেউ কেউ একটু এগিয়ে তাকেন। আজ যেমন এগিয়ে ছিলেন শেখ মেহেদি হাসান। বল হাতে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ব্যাটিংয়ে বাংলাদেশ যখন প্রায় বিপর্যয়ে, চোখ রাঙাচ্ছিল পরাজয়, তখন লিটন দাসের সঙ্গে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন মেহেদি। ১৬ বলে ১৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ম্যাচ উইনিং শটটাও আসে তার ব্যাট থেকে। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে হয়েছেন ম্যাচসেরা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার ৫০তম ম্যাচ। ৩৯তম টি-টোয়েন্টি এটি। পাশাপাশি ওয়ানডে খেলেছেন ১১টি। ম্যাচের হাফসেঞ্চুরি, সঙ্গে সেরার পুরস্কার, পুরস্কার বিতরণী মঞ্চে নিজের উচ্ছ্বাসের কথা জানালেন মেহেদি। প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে ফিরে এমন ছন্দের রহস্যও জানালেন তিনি।
মেহেদি বলেন, ‘বোলিংয়ে আমার শক্তির জায়গা গুড লেন্থ। সেখানেই বোরিং করেছি। উইকেটও এসেছে। ব্যাটিংয়ের সময় নিজেকে বলেছি মাথা ঠান্ডা রাখতে হবে। ওই সময় টিকে থাকাই মূল লক্ষ্য ছিল। আলহামদুলিল্লাহ, শেষ করে আসতে পেরেছি।’