শেষ মুহূর্তে কী কথা হয়েছিল লিটন-মেহেদির?
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের। এর আগে হেরেছিল টানা ৯টি ম্যাচ। এই জয়ে সবচেয়ে বড় অবদান শেখ মেহেদি হাসানের। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন তিনি। হয়েছেন ম্যাচসেরা। তবে, ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ যখন ৯৭ রানে পাঁচ উইকেট হারায়, চোখ রাঙাচ্ছিল পরাজয়। সেই সময় মাঠে নামেন মেহেদি। আগে থেকেই ক্রিজে ছিলেন লিটন দাস।
ওপেনিংয়ে নামা লিটন ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। দেখেশুনে খেলেন কিউই বোলারদের। এক পর্যায়ে তার রান ছিল ৩২ বরে ২৯। সেখান থেকে ইনিংস শেষ করেন ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থেকে। লিটনকে যোগ্য সঙ্গ দেন মেহেদি। ১৬ বলে করেন অপরাজিত ১৯।
মেহেদি মাঠে নামার পর লিটন তাকে কিছু কথা বলেছিলেন। যাতে সাহস পান তিনি। সাহায্য করে শান্ত থেকে ম্যাচটা শেষ করে আসতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আজ বুধবার (২৭ ডিসেম্বর) মেহেদি জানালেন, কী কথা হয়েছিল লিটনের সঙ্গে!
মেহেদি বলেন, ‘লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করছিল। ম্যাচ সম্পর্কে, উইকেট সম্পর্কে তার একটা ধারণা হয়ে গিয়েছিল। তার কাছে মনে হয়েছিল, ম্যাচ জিততে আরেকটি ছোট জুটি প্রয়োজন। তাই, আমাকে বলেছে ইতিবাচক থাকতে। মাঠে যেন নরমাল থাকি। যা-ই হোক না কেন, শেষ দুই ওভারে দেখা যাবে। আমরা সেটা করতে পেরেছি।’