বাংলাদেশের আশা মাড়িয়ে নিউজিল্যান্ডে বৃষ্টির হাসি
মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের তরতাজা স্মৃতি নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল ম্যাচ জিতে সিরিজটাও নিজেদের করে নেবে। কিন্তু, বেরসিক বৃষ্টি সেটা হতে দিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর বাংলাদেশ আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মুখোমুখি হয় দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ম্যাচ শুরুর আগে টানা বৃষ্টি হয়েছে আজকের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। যথাসময়ে খেলা মাঠে গড়ালেও মাঝপথে ফের বাগড়া দেয় বৃষ্টি। বন্ধ হয় ম্যাচ। আগে ব্যাট করা কিউইদের তখন সংগ্রহ ছিল ১১ ওভারে দুই উইকেটে ৭২ রান।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা এক মিনিটে বন্ধ হয় খেলা। কয়েক দফায় ম্যাচ অফিসিয়ালরা আলোচনা করার প্রায় দুঘণ্টা পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা।
তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই ফিন অ্যালেনের (২) উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ইনিংসে নিজের দ্বিতীয় বলেই অ্যালেনকে রিশাদ হোসেনের ক্যাচ বানান তিনি। বাংলাদেশ পায় দারুণ সূচনা। সেটি অবশ্য ধরে রাখতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয় উইকেট জুটিতে টিম শেফার্ড ও ডেরিল মিচেল মিলে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন। জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা শেফার্ডকে তালুবন্দি করেন অধিনায়ক শান্ত। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ম্যাচ ধরতে চেয়েছেন মিচেল। কিন্তু, বৃষ্টি আঘাত হানায় সেটি আর হয়নি। মিচেল ২৪ বলে ১৮ রানে এবং ১৪ বলে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন শরিফুল ও সাকিব।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, আগামী ৩১ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১১ ওভারে ৭২/২ (অ্যালেন ২, শেফার্ড ৪৩, মিচেল ১৮*, ফিলিপস ৯*; শেখ মেহেদি ২-০-১৫-০, শরিফুল ২-০-১৬-১, সাকিব ২-০-১৫-১, মুস্তাফিজ ২-০-১৬-০, রিশাদ ৩-০-১০-০)।
ফল : ম্যাচ পরিত্যক্ত