দলে কে আছে কে নেই এত কিছু দেখি না, সিনিয়রদের ইস্যুতে হৃদয়
সিনিয়ার-জুনিয়ারদের ইস্যুতে আলোচনা বাংলাদেশ ক্রিকেটে পুরোনো। বাংলাদেশের বর্তমান তারুণ নির্ভর দল ভালো করলেও উঠে আসে সিনিয়রদের প্রসঙ্গ। ভালো করলেও ওঠে সিনিয়রদের প্রসঙ্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চুলচেরা আলোচনা হয় এসব নিয়ে।
যদিও দলে সেই প্রভাব তেমনভাবে পড়ে না। মাঠের বাইরের কথা বাইরেই থাকে। দলে কে আছেন বা কে নেই সেটা দেখছেন না তরুণ ক্রিকেটাররা। তাদের নজর শুধু নিজেদের দায়িত্বের দিকে। যেমনটা জানালেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সিনিয়রদের প্রসঙ্গ উঠলে হৃদয় বলেছেন, ‘আমাদের বড় ভাই যাঁরা ছিলেন, তাঁরা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট (অবদান) করেছেন। সবকিছু ঠিক থাকলে তাঁদের মধ্য থেকে কয়েকজন এখানেও খেলতেন। তাঁদের ব্যাপারে আসলে আমি কিছু বলব না। এটা এমন একটা জায়গা, সবাই সব সময় থাকবে না। এখন আমরা আছি, একসময় আমরা থাকব না, এটাই স্বাভাবিক।’
হৃদয় আরও বললেন, ‘জাতীয় দলের হয়ে যখন যে খেলোয়াড়ই খেলতে নামুক, চেষ্টা করে দেশকে দেওয়ার এবং দায়িত্ব নেওয়ার। আমরা খেলোয়াড়েরা জেতার জন্যই মাঠে নামি। কে আছে, কে নেই, এত কিছু দেখি না। আমাদের মধ্যে ওই শরীরী ভাষা থাকে, যেন জিততে পারি। আমাদের সবার বিশ্বাস আছে, ভালো করব।’