টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সুযোগ শেষ হয়নি : হাবিবুল বাশার
বাংলাদেশের ক্রিকেটে ২০২৩ সালে অন্যতম আলোচিত নাম ছিলেন মাহমুদউল্লাহ। বিশ্রামের নামে দীর্ঘদিন দলের বাইরে রাখা হয় তাকে। তা নিয়ে সমালোচনা কম হয়নি। এমনকি তাকে দলে ফেরানোর জন্য ভক্তরা মানববন্ধন পর্যন্ত করে। শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে জায়গা পান তিনি। হতাশার বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিলেন তিনিই। আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান আসে তার ব্যাট থেকে।
একদিনের ক্রিকেটে ফিরলেও টি-টোয়েন্টিতে এক বছরের বেশি সময় ধরে দলের বাইরে তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালের সেপ্টেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর থেকে দলে নেই তিনি। চোটের কারণে জায়গা হয়নি সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও।
যদিও, মাহমুদউল্লাহর সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন বাশার। সেখানেই তিনি জানান, মাহমুদউল্লাহর ফেরার রাস্তা বন্ধ হয়নি।
হাবিবুল বাশার বলেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) টি-টোয়েন্টি থেকে কিন্তু এখনও অবসর নেননি। যেহেতু, অবসর নেননি এর মানে তার সুযোগ সবসময়ই আছে। সে এখন ওয়ানডে ফরম্যাটে খেলছে। এখন টি-টোয়েন্টিতে ফিরবে কি না, সেটি সময়ই বলে দেবে। সামনে যেহেতু বিপিএলও আছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালে, কেনিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত ১২১ ম্যাচে করেছেন দুই হাজার ১২২ রান। উইকেট পেয়েছেন ৩৮টি।