উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন যারা
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন তাদের ওয়েবসাইটে ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। বর্ষসেরা যে দলটি তারা তৈরি করেছে, তাতে ১১ জনের সাত জনই ভারতীয়। এখানে খেলোয়াড় চূড়ান্ত হয়েছে উইজডেনের সম্পাদকীয় বিভাগে কর্মরতদের ভোটে। দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
গতকাল রোববার (৩১ ডিসেম্বর) নিজেদের ওয়েসবাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে উইজডেন। সদ্য সমাপ্ত বছরে মোট ২১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২২টি দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের নিরিখেই বেছে নেওয়া হয়েছে সেরা একাদশ।
এই দলে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেড। মিডল অর্ডারে বিরাট কোহলির সঙ্গে রয়েছেন বিশ্বকাপে দ্যুতি ছড়ানো নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।
২০২৩ সালটা স্বপ্নের মতো গেছে কোহলির। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের পাশাপাশি ২০২৩ সালে মোট ১৩৭৭ রান করেছেন কোহলি। বিশ্বকাপে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডও।
লোয়ার মিডল অর্ডারে জায়গা পেয়েছেন বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০২৩ এ ১১ ওয়ানডেতে ৪১৩ রান করেছেন তিনি। ম্যাক্সওয়েলের পাশাপাশি সুযোগ মিলেছে ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ২০২৩ সালে ২৬ ওয়ানডে খেলে ৩১ উইকেটের পাশাপাশি ৩০৯ রান করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। বোলিং আক্রমণেও প্রাধান্য ভারতীয়দের। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামির সঙ্গে আছেন জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।