মাঠে বিয়ের আংটি হারালেন ক্লপ, খুঁজে দিলেন ক্যামেরাম্যান
নতুন বছরের শুরুটা বড় জয় দিয়ে করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইপিএলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে, অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় জয়ের আনন্দ ম্লান হতে নিয়েছিল ক্লপের। মাঠেই বিয়ের আংটি হারিয়ে বিমর্ষ হয়ে পড়েন লিভারপুল কোচ। যদিও পরে ক্যামেরাপারসনের কল্যাণে সেটি ফিরে পান তিনি।
গতকাল সোমবার (১ জানুয়ারি) শিষ্যদের অভিনন্দন জানাতে মাঠে ঢুকেছিলেন ক্লপ। সেসময় হাততালি দিতে দিতে সমর্থকদের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুঝতে পারেন বিয়ের আংটি মাঠে পড়ে গেছে। তখন কাছাকাছি ঘাসের মধ্যে খোঁজ শুরু করেন। মাঠে কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে খোঁজার জন্য অনুরোধ করেন।
শেষমেশ স্কাই স্পোর্টসের ক্যামেরা পরিচালনাকারী এক ব্যক্তি এসে তখন সঠিক জায়গাটা দেখিয়ে দেন ক্লপকে। রিংটি ফিরে পেলে সেটিতে চুম্বন করেন ক্লপ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাম্যানকে নায়ক বলে সম্বোধন করেন তিনি।
লিভারপুল কোচ বলেছেন, ‘সাধারণত জুয়েলারি পরি না। তবে এই আংটিটা বিশেষ কিছু, যা ছাড়া আমি বাঁচতে পারি না। খুঁজে দেওয়া ক্যামেরাম্যান আমার নায়ক। যদি এটা সত্যিই হারিয়ে ফেলতাম, আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার হতো। আমার জীবনে এটিকে আরও একবার হারিয়েছিলাম এবং সেটি ছিল সমুদ্রে। পরে পেশাদার ডুবুরি দিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম।’
চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।