ডাক মেরে ইতিহাসের পাতায় দুই পাকিস্তানি ওপেনার
ক্রিকেট মানেই রেকর্ডের সমাহার। প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন রেকর্ড। অবশ্য, মাঝেমধ্যে বিব্রতকর কিছু রেকর্ডের সঙ্গেও নিজেদের নাম জড়িয়ে ফেলেন কেউ কেউ। এবার সেই তালিকায় যোগ হলো দুই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিডনি টেস্টের প্রথম দিনে এমন এক বিব্রতকর রেকর্ডের সঙ্গী হয়েছেন তারা, যা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
আজ বুধবার (৩ জানুয়ারি) সিডনী টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি দুই পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এর আগে বছরের প্রথম টেস্টে কখনও দুই ওপেনার একসঙ্গে কোনো রান না করে আউট হননি।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ওভারেই আক্রমণে আসেন গতিদানব মিচেল স্টার্ক। সেই ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে স্লিপে স্মিথের হাতে ধরা পড়েন শফিক। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এরপর দলীয় চার রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার সাইম আইয়ুব। ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের গুড লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইম। শফিকের মতো তিনিও দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
তাদের এমন বিব্রতকর রেকর্ডের দিন সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩১৩ রান তুলেছে পাকিস্তান। ব্যাট হাতে রিজওয়ান ৮৮ ও জামাল ৮২ রান করেন। আর বিনা উইকেটে ছয় রান তুলে দিন শেষ করেছে অজিরা।