আইপিএলের ভুলে মুহূর্তেই কোটিপতি থেকে নিঃস্ব ক্রিকেটার
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নাম বললেই, সবার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নাম উঠে আসবে। জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন থাকে প্রত্যেক ক্রিকেটারের। সেই তালিকায় আছেন ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার সুমিত কুমার। তবে আইপিএল কর্তৃপক্ষের এক ভুলে শেষ এই ক্রিকেটারের ২০২৪ আইপিএলে খেলার স্বপ্ন।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এমনকি তাকে দলে ভিড়িয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবিসহ পোস্টও দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে প্রথম বার দল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান ঝাড়খণ্ডের সুমিত। সৌরভ গাঙ্গুলির দলে সুযোগ পেয়ে প্রথমবার আইপিএলে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন সুমিত। তবে, কে জানত দিল্লির এক পোস্টে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে।
সুমিতকে নিয়ে পোস্ট করার ঘণ্টা খানেক পরেই তা সরিয়ে ফেলে দিল্লি। পরবর্তীতে এক বিবৃতিতে বলা হয়, হরিয়ানার সুমিত কুমারকে কিনতে চেয়েছিল তারা। তবে ভুলবশত ঝাড়খণ্ডের সুমিতকে কিনে ফেলে। আসলে দুইজনের ছবি ভিন্ন হলেও নাম এক হওয়ায় এমন ভুল হয়েছে বলে দাবি ফ্র্যাঞ্চাইজিটির।
এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ঝাড়খণ্ডের সেই সুমিত। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমিত বলেন, ‘আমি আইপিএলে প্রথমবার টিম পেয়েছি বলে মা অনেক খুশি ছিল। পরে যখন জানলাম আমাকে নয় অন্য আরেকজনকে নেওয়া হয়েছে, তখন মা কেঁদেছে। আমিও বুঝতে পারছিলাম না, কী করে ব্যাপারটা ঘটল। আমার সঙ্গে কারও নাম মিলে যেতে পারে, তবে টিভি স্কিনে তো আমার ছবি দেখানো হয়েছিল। তারপরও এমন ভুল কীভাবে হয়, আমি বুঝতে পারছি না।’
সুমিত আরও যোগ করেন, ‘দিল্লি ক্যাপিটালস বড় টিম। ওরা ক্রিকেটারের আবেগ নিয়ে খেলা করে না। আবার এটাও দেখার বিষয়, দিল্লির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ডে আমার ছবিই দেওয়া হয়েছিল। ওরা নিশ্চয়ই আমার ছবি সার্চ করে তবেই পেয়েছে। তারপর ট্যাগ করেছে। যে কারণে নোটিফিকেশন পাওয়ার পর আমি নিশ্চিত হই। কয়েক ঘণ্টা পর যখন ওরা ওই বিবৃতি দেয়, যা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’