পিচের রেটিং নিয়ে আইসিসির দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ রোহিত
কেপটাউনে এক অদ্ভুতুড়ে টেস্ট ম্যাচের সমাপ্তি দেখল ক্রিকেটবিশ্ব। মাত্র দেড় দিনেই শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। যা পেয়েছে ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের তকমা। স্বভাবতই কেপটাউনের পিচ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পিচের রেটিংয়ের ক্ষেত্রে আইসিসির দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
সাধারণত উপমহাদেশে খেলতে এলে বিদেশি দলগুলোকে পড়তে হয় স্পিন ফাঁদে। ঠিক একইভাবে উপমহাদেশের বাইরে প্রস্তুত থাকে ঘাসের গতিময় বাউন্সি উইকেট। কিন্তু স্পিনসহায়ক উইকেট নিয়ে সমালোচনা হলেও পেস উইকেট নিয়ে কথা হয় না, এমন দ্বিমুখী নীতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রোহিত।
গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'আমরা সবাই দেখেছি যে, এই টেস্ট ম্য়াচে পিচে কী হয়ছে। সত্যি বলতে এই ধরনের পিচে খেলতে আমার কোনো আপত্তি নেই, যতক্ষণ বাকিরা নিজেদের মুখটা একটু বন্ধ রাখবে এবং ভারতীয় পিচ নিয়ে খুব একটা বেশি কথা বলবে না। কারণ নিজেদের চ্যালেঞ্জ জানাতেই আমরা খেলতে এসেছি। বাকিরা যখন ভারতে যায়, তখন তাদের জন্য়ও সেটা চ্যালেঞ্জিং।’
বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তা রেটিং দেওয়া নিয়েও বেশ ক্ষুব্ধ রোহিত। এই প্রসঙ্গে তিনি বলেন,‘আমরা যেখানেই যাই, নিরপেক্ষতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিরা। কিছু ম্যাচ রেফারির পিচ রেটিং করার সময় চোখ খোলা রাখার দরকার। আমার এখনও বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তার নিচে বলা হয়েছে। ট্রাভিস হেড শতক করেছিল। এই উইকেট কীভাবে বাজে হয়। ম্যাচ রেফারিদের পিচ রেটিং করা উচিত কী দেখেছেন তার ভিত্তিতে, দেশ দেখে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে, কেপটাউন টেস্টের আগে জোহানেসবার্গে ইনিংস ও ৩২ রানে হেরেছিল ভারত। রোহিতের দল সিরিজ ১-১ সমতা নিয়ে দেশে ফিরছে। ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম ভারত দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করল।